সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৯

এ কী করলেন শুভশ্রী! 

প্রকাশিত: ১৮ মে ২০১৯  

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে হাসির খোরাক হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কী এমন ছবি পোস্ট করলেন নায়িকা যার জন্য হাসির খোরাক হতে হলো তাকে! গ্ল্যামাররের তো অভাব নেই তার। তবুও কেন হাসির পাত্র হলেন তিনি। উত্তর লুকিয়ে রয়েছে সেই পোস্টেই। এক অদ্ভুত পোজে দাঁড়িয়ে ছবি তুলেছেন লিফটের মধ্যে। এক পা তোলা দেওয়ালে, আরেক পায়ে দাঁড়িয়ে তিনি, যা দেখে রীতিমত হেসে গড়িয়ে পড়ছে নেটিজেনরা। তাদের মতে, পোজটি বেশ অদ্ভুত, আর তাকে এই পোজে আরও অদ্ভুত লাগছে।

কেউ আবার লিখেছেন হলিউড নায়িকাদের নকল করলে হাসির খোরাক হতেই হয়। গতবছর অভিনেত্রী মিমি চক্রবর্তীও দেওয়ালে হেলান দেওয়া একটি ছবি পোস্ট করেছিলেন, যা দেখে তাকে ট্রল করেছিলেন অভিনেতা অঙ্কুশ। মিমির পর এবার শুভশ্রীর পালা।

দিন কতক আগে শুভশ্রীকে তার ইংরেজি নিয়েও ট্রল হতে হয়েছে। ইংলিশ বলতে পারেন না যখন বলতে যান কেন? এই নিয়েই যথেচ্ছ ট্রলড হতে হয়েছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।

এই বিভাগের আরো খবর